ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট Part 1-2
HTML part 01
ওয়েবসাইট তৈরিতে সবার প্রথম আসে html এর কথা । যেটা দিয়েই প্রথম কাজ শুরু হয় ।
html অর্থ কি ?
এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language
html ফাইলের কাজ শুরু এবং শেষ হয় html দিয়ে ।
html তে একধরণের ট্যাগ <> ব্যবহার করতে হয় ঠিক এইভাবে <html>
html ট্যাগ শুরু এবং শেষ কিভাবে করতে হয় ?
এইভাবে <html> </html>
html শুরুতে <html> এবং
html ট্যাগের শেষ করার সময় / এইরকম একটা সাইন ব্যবহৃত হয় । যা </html> .
মোট কথা নিম্নরূপ হবে
<html>
..........
</html>
এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language
html ফাইলের কাজ শুরু এবং শেষ হয় html দিয়ে ।
html তে একধরণের ট্যাগ <> ব্যবহার করতে হয় ঠিক এইভাবে <html>
html ট্যাগ শুরু এবং শেষ কিভাবে করতে হয় ?
এইভাবে <html> </html>
html শুরুতে <html> এবং
html ট্যাগের শেষ করার সময় / এইরকম একটা সাইন ব্যবহৃত হয় । যা </html> .
মোট কথা নিম্নরূপ হবে
<html>
..........
</html>
এই <html>....... </html> ট্যাগের মাঝেই সকল কোড আপনাকে লিখতে হবে ।
HTML Part 02WWW (WORLD WIDE WEB) এর জনক বলা হয় কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নাস-লি’কে । ১৯৮৯ সালে HTML এর যাত্রা শুরু হয় তারই মাধ্যমে , সেই সময় তিনি ইন্টারনেট জগতের জন্যে একটি নির্দেশনা লেখেন। তিনি ইন্টারনেট নির্ভর Hyper text system নিয়ে প্রথম ওয়েব দুনিয়ার জন্যে ওয়েব পাবলিশিং এই ভাষা উদ্ভাবন করেন ।১৯৯০ সালে তিনি এই ভাষার ডেভেলপ করেন প্রথম। Html মূলত ব্যবহৃত হয় ইলেক্ট্রনিক ডকুমেন্টে , যাকে আমরা ওয়েবপেজ বলি । আর সেটাই একটা ডোমেইন এড্রেস এর অধীনে WWW (WORLD WIDE WEB) এর মাধ্যমে প্রকাশিত হয় । ওয়েবসাইটের প্রতিটা ওয়েবপেজ একটি আরেকটির সাথে সংযুক্ত থাকে একই এড্রেসের অধীনে । আর এইজন্যে ওয়েবসাইট এতটা ইউনিক এবং বিশ্বজুড়ে আলোচিত মাধ্যম ।
এখন কথা হচ্ছে , HTML কি একটি প্রোগ্রামিং ভাষা ? না ! অবশ্যই না ।
HTML একটি Markup Language . অতএব আমরা এখন মনে হয় HTML আসলে কি সেটা নিশ্চয় বুঝেছি ।
Html কেন আমরা ব্যবহার করবো ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে ? কারণ একদম সহজ !
এর মাধ্যমে ইন্টারনেটে আপনি আপনার তথ্য মানুষের কাছে তুলে ধরার জন্যে একটি স্ট্রাকচার বা গঠন বা ওয়েবসাইট কাঠামো তৈরি করতে পারবেন ।
এখন আবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে HTML কি SCRIPTING LANGUAGE ?
অবশ্যই না । তাহলে scripting language কোনগুলো ?
সহজ উত্তর - JavaScript, ASP, JSP, PHP, Perl এবং Python
(সামনের পর্বে কোন সফটওয়্যার ব্যবহার করে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর কাজ করবো এবং কিভাবে কোড লিখবো তা আলোচনা করবো ইনশাল্লাহ )
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট Part 1-2
Reviewed by Unknown
on
9:42:00 AM
Rating:
No comments:
Welcome My New Blog Site